স্টাফ রিপোর্টার: দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আগামী চার অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, চার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বছরও আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) দু পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী জিপিএ-৮ পেয়েছেন, তারাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। দেশের ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা দু হাজার ৮১১টি, আর ৫৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন চার হাজার ২৪৫টি। এছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল বিভাগে আসন সংখ্যা ৫৬৭টি। গত বছর কোচিং ব্যবসা ও প্রশ্ন ফাঁস বন্ধে মেধাক্রম অনুযায়ী মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। এতে ভর্তি পরীক্ষা নিয়ে সংকট দেখা দেয়। ঝামেলা এড়াতে সরকার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়। এ বছর ভর্তি পরীক্ষা নিয়ে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি।