- শামসুজ্জোহা রানা : করোনাভাইরাস ঠেকাতে ঘোষিত তালাবন্ধ কার্যক্রমের মনিটরিং চলছে চুয়াডাঙ্গায় । সরকারী নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও জেলা শহরে অভিযান চালিয়ে একটি দোকান সিলগালা ও তিনটি প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । একইসাথে একটি চায়ের দোকানের মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভালাইপুর মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় বিসমিল্লাহ হোটেলের মালিক আবু জাফরকে ৫ হাজার টাকা ও জাহাঙ্গীর হোটেলের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জেলা শহরের ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় মেসার্স মীর হায়দার আলী নামের একটি দোকান সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত। এরপর অভিযান চালানো হয় চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকায়। সেখানে পান্তা টি স্টলে নির্দেশ অমান্য করে গনজমায়েত সৃষ্টি করে চা বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা একই সাথে চা বিক্রির সরঞ্জাম জব্দের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানার এএআই মুস্তাফিজ ও সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য গত বুধবার নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখায় চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার বিদ্যুৎ বিতান নামের একটি দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
#ফাইজার(০২-০৪-২০)