আলমডাঙ্গা ব্যুরো: গত বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে মোড়ভাঙ্গা প্রভাতি শিশুকুঞ্জ বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল মান্নান, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, জমির উদ্দিন, মুনসুর আলী প্রমুখ। বক্তব্য রাখেন রাশিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মাও. মো. শামসুজ্জামান শাপু, মৌসুমী আক্তার মেম্বার, রাশেদুল ইসলাম প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকসহ শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন। শেষে বার্ষিক পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ছবিঃ মা সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।