স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস বিস্তার রোধে চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি, চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের উদ্যোগে কাঁচা বাজার ও ঔষধের দোকান ছাড়া চুয়াডাঙ্গার সকল দোকানপাট, মার্কেট বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে । আজ সোমবার দুপুরে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার জানান, দোকানপাট বন্ধের মেয়াদ আরো ৫ দিন বাড়িয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে । তিনি জানান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ি চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বৃদ্ধি করলো। এর আগে ৩১ মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়া হয়েছিল ।