গাংনীর হাসান স্যার ২২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বিএসসি হাসান স্যার আয়োজিত ২২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে নিত্যানন্দপুর মাঠে অনুষ্ঠিত হয়। এতে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের মানবিক বিভাগ একাদশকে ৯৯ রানে হারিয়ে বিজ্ঞান বিভাগ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ছোট রনি ম্যান অব দ্য ম্যাচ এবং প্রান্ত সেরা ফিল্ডারের পুরস্কার পায়। হাসান স্যার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৮ দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। মেহেরপুরের আলমপুর আব্দুল আজিজ স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেটে শ্যামপুর একাদশ চ্যাম্পিয়ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা সদরের আলমপুরমাঠে আয়োজিত আব্দুল আজিজ স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে শ্যামপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় গাড়াডোব পুকুরপাড়া একাদশকে দু উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে নেমে পুকুরপাড়া একাদশ সবকটি উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে ২ অভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় শ্যামপুর একাদশ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শ্যামপুর একাদশের আমিনুল ইসলাম। চ্যাম্পিয়ন দলকে আড়াই হাজার ও রানারআপ দলকে দেড় হাজার টাকা পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন আব্দুল আজিজের বড় ছেলে বিশিষ্ট সাংবাদিক ইসরাইল হোসেন। আলমপুর জাগরণী সংঘ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরহুমের অপর ছেলে আবু তৈয়ব, নাতি আদম আলী, ক্লাব সদস্য শফিকুল ইসলাম, জাহিদ হোসেন, হাসান আলী প্রমুখ। বিভিন্ন এলাকার ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।