মেহেরপুর অফিস: মেহেরপুরে স্টুডেন্টস ওয়েল ফেয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনের খেলায় বন্ধন ও নিলয় জুটি এবং নিহাল ও শাওন জুটি নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের কোর্টপাড়ায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নজরুল কবির। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম, আজিবর রহমান ও মকবুল হোসেন। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দিনের প্রথম খেলায় বন্ধন ও নিলয় জুটি ২-১ সেটে পাভেল ও অকিল জুটিকে এবং অপর খেলায় নিহাল ও শাওন জুটি ২-১ সেটে আবির ও তাহসিন জুটিকে পরাজিত করেছে।