দামুড়হুদা অফিস: দামুড়হুদায় আনছার আলী মাস্টার স্মরণে আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় দামুড়হুদা নিউ স্টার ক্লাব ও চুয়াডাঙ্গা ডিএমসি জয়ী হয়েছে।
গতকাল দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা নিউ স্টার ক্লাব ৫৩ রানে ইলেভেন স্টার ক্লাবকে পরাজিত করে। নিউ স্টার ক্লাব টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৯৩ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে নিউ স্টার ক্লাবের দুর্দান্ত বোলিং নৈপূণ্যে ৪০ রানেই শেষ হয় ইলেভেন স্টার ক্লাবের ইনিংস। নিউ স্টার ক্লাবের সুমন ৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যন অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন বাশার ও আমেদ। দিনের অপর খেলায় বনানীপাড়াকে ৬ উইকেটে হারায় চুয়াডাঙ্গা ডিএমসি।