মাথাভাঙ্গা মনিটর: ইকার মোনিয়েনের জোড়া গোলে গত বৃহস্পতিবার সেল্টা ভিগোর বিপক্ষে ৪-০ গোলে জয় নিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোয় উঠেছে অ্যাথলেটিক বিলবাও প্রথম লেগে ১-০ গোলে বিলবাও হারলেও এ জয়ের মধ্যদিয়ে দু লেগ মিলিয়ে ৪-১ গোল ব্যবধানে এগিয়ে প্রতিযোগিতার শেষ ষোলতে জায়গা করে নিয়েছে বিলবাও। ম্যাচে স্ট্রাইকার মোনিয়েনের ছিলো ২১তম জন্মদিন। জন্মদিনে বিলবাওকে বড় জয় উপহার দিয়ে জন্মদিনটা উদযাপন করলেন মোনিয়েন। শেষ গোলটি করেন অ্যাদ্রিজ। শেষ ষোলতে বিলবাও খেলবে রিয়াল বেতিসের বিরুদ্ধে।