স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে ও ব্যাকটেরিয়া নিধনে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার সড়কের স্প্রে ছিটিয়েছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বৃহস্পতিবার সকাল থেকে নিজে গাড়ি চালিয়ে এ স্প্রে করেন একই সাথে জনগণকে সতর্ক করেন তিনি। এ সময় মেয়র জিপু চৌধুরী বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই এর ভয়াবহতা দেখছে সারা বিশ্ব। চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে পানিতে ব্লিসিং পাউডার মিশিয়ে পৌর এলাকায় ছিটানো হচ্ছে। এতে করে ব্যপক ব্যাকটেরিয়া নিধন হবে। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা করোনা প্রতিরোধে সফল হবো ইনশাআল্লাহ। আপনারা এটা বাসা-বাড়িতে ছিটাবেন। আর সবাই বাড়িতে থাকার চেষ্টা করেন। আর নামাজ পড়ে দোয়া করেন।