চুয়াডাঙ্গায় সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন  দোকানের সামনে সাদা রঙের প্রলেপ  

 

শামসুজ্জোহা রানা: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে মানুষের মধ্যে  দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়েছে জেলা  প্রশাসন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার  ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নিজ হাতে সাদা রঙ দিয়ে রেখা অঙ্কন করে দেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, যদিও জরুরী পণ্যের দোকান ছাড়া সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই যেসব অল্প সংখ্যক দোকান খোলা রয়েছে সেসব দোকানের ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওইসব দোকানের সামনে সাদা রঙের প্রলেপ দিয়ে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে কারো সাথে কারো সংস্পর্শ না ঘটে। এ নিয়ম না মানলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে তিন ফুট দূরত্বে রেখা অঙ্কন করে দেয়া হয়েছে। যাতে করে ওই রেখার মধ্যে দাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতারা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরবেন।