দর্শনা অফিস: জীবননগর কুলতলার শাকিলকে গাঁজাসহ গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল বুধবার রাত ৯ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুব রহমানের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এএসআই মহিউদ্দিন ও আ. কুদ্দুস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মসজিদের সামনে। মসজিদের সামনের সড়ক থেকে পুলিশ গ্রেফতার করে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামের মনিরুল ইসলাম মনির ছেলে শাকিবুল হাসান ওরফে শাকিবকে (২৫)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত শাকিবের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। এ ঘটনায় থানার এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে গতরাতেই গ্রেফতারকৃত শাকিবের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।