দামুড়হুদা প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদার হাউলী ইউনিয়ন আ.লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাউলী ইউনিয়ন আ.লীগ সভাপতি হাজি সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসাধারণ সম্পাদক এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লাল মোহাম্মদ ও সিরাজুল ইসলাম। হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফকির আবুল হোসেন, শহীদ লতিফ মিল্টন, আলী আহম্মদ সোনা, ফারুক হোসেন, আমিন উদ্দীন বেল্টু, মহিদুল হক সেন্টু, শাহজাহান আলী, তাহাজ উদ্দীন, ইমতিয়াজ হোসেন, খোকন, আব্দুল মালেক, জহির মেম্বার, রিকাত আলী, শহিদুল ইসলাম, শাহজামাল মেম্বার, আব্দুল হান্নান পটু, আলাউদ্দীন, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, অ্যাড. আবু তালেব, আব্দুল হান্নান ছোট, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, এসএম মহসিন, আশরাফুল আলম বাবু, আব্দুস সালাম ভুট্টু, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ছোট হযরত, সোলাইমান কবির, মালেক ভূইয়া, শরিফুল, আজিবার, ফয়সাল মেহমুদ, জাহিদুল মেম্বার, পিন্টু, জমাত আলী, আশরাফুল, ওসমান, ছাত্রলীগ নেতা বিপ্লব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বিগত পাঁচ বছরে এলাকায় যথেষ্ট উন্নয়ন করা হয়েছে। আর একবার ক্ষমতায় গেলে অবশিষ্ট কাজ শেষ করবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, মানবতাবিরোধীদের বিচারের রায় কার্যকর করতে না পারলে দেশ কলঙ্কমুক্ত হবেনা। তাই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকে ভোট দিন। সভা শেষে বিএনপি নেতা স্বপন, কামাল, আশরাফুল, নুরুল ইসলাম ও মজনুর নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী এমপি টগরের হাতে হাত দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।