মুজিবনগর প্রতিনিধি: করোনা ভাইরাস আতঙ্কে এখন দর্শনার্থী শূন্য অবস্থায় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স। বছরের এ সময় দশনার্থীদের পদচারণায় মুখরিত থাকে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এ স্থানটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এ সময় বনভোজন ও বাংলাদেশের প্রথম সরকারের শপথ স্থান দর্শনে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। করোনা ভাইরাস আতঙ্কে বিভিন্ন কাজে বিরুপ প্রভাবের পাশাপাশি তাই মুজিবনগর কমপ্লেক্সে আর দেখা মিলছে না দর্শনার্থীদের। ফলে বন্ধ হয়ে গেছে কমপ্লেক্সে ঘিরে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান। দর্শানার্থীদের প্রয়োজন মেটাতে গড়ে ওঠা ছোট ছোট দোকানগুলো বন্ধ করে অলস সময় কাটাচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা। অপরদিকে, পিকনিক কর্ণার পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা এবং আনছার সদস্যরাও শুধুমাত্রা পাহারার কাজটি করছেন প্রধান ফটক বন্ধ করে। অনুষ্ঠানিকভাবে কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়নি উল্লেখ করে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. ওসমান গনি বলেন, করোনা ভাইরাস আক্রমণ এড়াতে দর্শনার্থীদের এখানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।