স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরন অব্যাহত রাখার পাশাপাশি থার্মাল স্কানিং মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মী এবং চৌরাস্তার মোড়ের শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণের পাশাপাশি শহরে চলাচলরত জনগণের শরীরের তাপমাত্রা থার্মাল স্কানিং মেশিন দিয়ে মাপা হয়েছে। মাস্ক বিতরণ এবং থার্মাল স্কানিং মেশিন দিয়ে বিভিন্ন জনের শরীরের তাপমাত্রা মাপার সময় উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরসহ ফাউন্ডেশনের অন্যান্য স্টাফগণ।
আলমডাঙ্গায় করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে পৌর এলাকায় সকল ওয়ার্ডে মাস্ক বিতরণ শুরু করছেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু মুসা। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা এরশাদপুর রানা মোড়ে মাস্ক বিতরণ উদ্বোধন করেন তিনি। এসময় জেলা পরিষদের সদস্য আবু মুসা জনসাধারনকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে এবং অপ্রয়োজনে শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে।’ এছাড়া তিনি সকলকে শারীরিক কোনো সমস্যা দেখার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান। এসময় করোনাভাইরাস প্রতিরোধে করোনা সম্পর্কে তাদের পরামর্শ জানতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এগিয়ে এলে তিনি সবাইকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুন নবী, আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক লাভলু, রনজু, গালীব, সেন্টু, গোলাম, ছানো, তুষার, রবিউল, রফিকুল, মিনারুল, ফারুক, সালেহীন, আব্দুল্লাহ, ফজলুর হক, সুমন, ফয়সাল, মোস্তাক, মিলন, লুকমান, হাবীব, সোহেল প্রমুখ।