স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও কেককাটা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সভাপতিত্বে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী কাওছার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, এনএসআই উপপরিচালক জামিল সিদ্দিক, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সহসভাপতি মহিদুল ইসলাম ভাষা, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের ও রাশেদুজ্জামান বাকি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. পিন্টু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, অ্যাড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি, নাজমুল হক স্বপন, রফিক রহমান, এমএম আলাউদ্দিন, রিফাত রহমান, আতিয়ার রহমান ও কামরুজ্জামান চাঁদ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মো. বায়েজিদ দোয়া পরিচালনা করেন। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ ইয়া খান।
এ সময় জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান মোল্লা, খলিলুর রহমান, আসাবুল হক, রকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শফিউল কবির, মোসাবুল ইসলাম লিটন, শফিকুল আলম নান্নু, মাহবুবুর রহমান ছটকু, হাছিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম ও মিতা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রোকনুজ্জামান, প্রধান সহকারী ইসরাইল হোসেন, হিসাবরক্ষক আসলাম উদ্দিন এবং সিএ জালাল উদ্দিনসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।