মেহেরপুর অফিস: ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক বাদলকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক বাদল উপজেলার দিঘিরপাড়া গ্রামের মৃত আজমত ম-লের ছেলে। বুধবার দুপুরের দিকে সদর থানার এসআই আহসান হাবীব গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার নামে ৪টি মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্তসহ আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০১৮ সালের ৩ এপ্রিল মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল চতুর্থ আদালতের বিচারক মাদকের একটি মামলায় বাদলকে ১০ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেন।
জানা গেছে, ২০১৩ সালের ২১ অক্টোবর মেহেরপুর থানায় একটি মামলা হয়। এ মামলায় বাদলের স্ত্রীর সাত বছর সশ্রম কারাদ- প্রদান করা হয়। ওই সময় বাদলের স্ত্রী সাজা খাটলেও বাদল পলাতক ছিলো। এদিকে ২০১৬ সালের ১৬ নভেম্বর অপর একটি মামলায় ৫ বছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। এর আগে আরো দুটি মামলায় মোট ৫ বছরের সাজা দেয়া হয়েছিলো। বাদলের অনুপস্থিতিতেই আদালত মামলার রায় ঘোষণা করেন। সদর থানার ওসি শাহ দারা খান জানান, বাদল দীর্ঘদিন পাশ্ববর্তী দেশ ভারতে পলাতক ছিলো। বাদল স্বাভাবিকভাবে জীবনযাপন করবে বলে এমন সংবাদে তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।