স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণকারী দৌলতদিয়াড় চুনুরীপাড়ার তোতা মিয়াকে আবারও নেশাজাতীয় ইনজেকশনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে ১৩ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে গতকালই মামলাসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ শহরতলী দৌলতদিয়াড় চুনুরিপাড়ায় অভিযান চালান। এ সময় আটক করা হয় একই এলাকার মৃত আবু মোতালেবের ছেলে তোতা মিয়াকে (৫২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে মামলাসহ গতকালই তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তোতা মিয়া।