মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা চত্বরে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনের করণীয় বিষয়ে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ. লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন ও মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা।