মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ৫০ ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জাগুসা উত্তরপাড়া রাস্তার ওপর। এসময় আটক করা হয় ঝিনাইদহ সদর থানার সিতারামপুর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে উজ্জ্বল হোসেন। একই সাথে উদ্ধার করা হয় ৫০ ফেনসিডিল। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আটককৃত উজ্জ্বলকে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।