মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পান্তাপাড়া গ্রামের শুরুজ খাঁ’র ছেলে কুরবান আলী (৫০) পান্তাপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বাজারের নিকটবর্তী স্থানে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।