মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদে ভবানীপুর গ্রামের ৮ নং ওয়াডের ইউপি সদস্য মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ মোটরসাইকেলযোগে নিজের ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে শিবপুর কবরস্থান মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।