কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চোরাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতের দিকে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর এলাকা থেকে ২০ লিটার মদসহ তাদেরকে আটক করা হয়। কালীগঞ্জ থানা ওসি মাহফুজুর রহমান জানান, গতকাল ভোর রাতে কালীগঞ্জ থানার একটি চৌকশ দল কালীগঞ্জ পৌরসভার কাশিপুর এলাকায় অভিযান চালায়। এসময় কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের সামসুদ্দীন বিশ্বাস ছেলে, রফি উদ্দীন বিশ্বাস ও ঈশ্বরবা গ্রামের জালাল মোল্লা ছেলে মাজেদ মোল্লাকে আটক করে। একই সাথে উদ্ধার করে ২০ লিটার মদ। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।