কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতপরশু বিকেল ৪টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের আয়োজনে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক একাদশ খেলায় অংশগ্রহণ করে। খেলায় সাধারণ সম্পাদক একাদশ ২-১ গোলে সভাপতি একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়। সাধারণ সম্পাদক একাদশের পক্ষে আব্দুস সালাম ও আলাউদ্দিন ১টি করে গোল করে। পরাজিত দলের পক্ষে বাবু মিয়া একমাত্র গোলটি করেন। খেলা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, জহির রায়হান ও প্রিন্স সাজ্জাদ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন আলাউদ্দিন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান রিপন। খেলা উপভোগ করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের লোকজন।