ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিএনপি। এসময় তাতে বাধা দেয় পুলিশ। সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। করোনা প্রতিরোধে করনীয় বিষয় সম্বলিত লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। তারা এইচএসএস সড়কের সোনালী বাংকের সামনে, পুরাতন ডিসি কোর্ট এলাকায় লিফলেট বিতরণ শেষে পোস্ট অফিস মোড়ে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেয়ে ফিরে যায় নেতাকর্মীরা।