চুয়াডাঙ্গার নতুন ভান্ডারদহের কবরস্থানের মূলফটক দীর্ঘদিন বন্ধ

সরোজগঞ্জ প্রতিনিধি: মসজিদের হিসেব-নিকেশ নিয়ে গ্রামবাসীর সাথে মসজিদ পরিচালনা কমিটির বিরোধের জের ধরে প্রায় ৭ মাস ধরে নতুনভান্ডারদহ কবরস্থানের মূলফটকে তালা ঝোলানো হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এ তালা ঝুলিয়েছে বলে গ্রাম সূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের নতুনভান্ডারদহ গ্রামের কবরস্থানটিতে দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে গ্রামের মৃত ব্যক্তিদের দাফন কাজ সম্পন্ন করা হয়। কবরস্থানটির রাস্তা হিসেবে ব্যবহার করার জন্য গ্রামের মৃত নয়মুদ্দিনের সন্তানেরা জমির কিছু অংশ দিয়ে রেখেছেন। গত ৭ মাস আগে গ্রামবাসীর সাথে জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির হিসেব-নিকেশ নিয়ে কিছুটা বিরোধ সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিচালনা কমিটির সভাপতি নবী খাঁ ও সম্পাদক নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নূরনবী, দলু মিলে ৭ মাস ধরে কবরস্থানের মূলফটকে তালা ও বাঁশের কাবারি দিয়ে বন্ধ করে রেখেছে। এ বিষয়ে কমিটির নিকট নতুনভান্ডাদহের লোকজন মৌখিকভাবে জানালেও কোনো সুরাহা হয়নি। বিষয়টি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে গ্রামবাসী।