দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিক কুড়–লগাছির মিস্টারকে বাংলা মদসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিস্টারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা রেলবাজার কাচামাল আড়ৎপট্টিতে। আড়ৎপট্টি থেকে গ্রেফতার করা হয় দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি বাজারপাড়ার আমির হোসেনের ছেলে মিস্টারকে (৩৫)। মিস্টারের কাছ থেকে ২ বোতল কেরুজ বাংলা মদ উদ্ধার করে পুলিশ। এ সময় মিস্টার নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। মিস্টারের কাছ থেকে একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। ওই অন লাইন পত্রিকার সম্পাদকের সাথে যোগাযোগ করে জানা যায়, মিস্টারের সাথে পত্রিকার কোনো সম্পৃক্ততা নেই। সে ভূয়া পরিচয়পত্র তৈরী করে সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করে থাকে। রাত ৯ টার দিকে ঘটনাস্থলে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় ভূয়া সাংবাদিক মিস্টারকে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মহিউদ্দিন কেরুজ বাংলা মদ রাখা ও মদ্যপানের অপরাধে মিস্টারকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ-ের নির্দেশ দেন। তবে ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করে ছাড় পেয়েছেন মিস্টার। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, এএসআই মারুফ হাসান প্রমুখ।