মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে নগর সমন্বয় কমিটির বার্ষিক সভা ও পৌরসভার বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গার তালসারি ডিসি ইকোপার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগর সমন্বয় কমিটির বার্ষিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌর কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, সোহেল রানা ডলার, মীর জাহাঙ্গীর হোসেনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।