স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের সাধুহাটিতে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বোড়াই নামক স্থানে দুঘটনার শিকার হন তিনি।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বৃদ্ধ আব্দুল খালেক (৭০) দশমাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় সাধুহাটি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছুলে পেছন দিক থেকে আসা ঝিনাইদহগামী ঝিনাইদহ (ট-১১-০৮৫৭) ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা জখম আব্দুল খালেককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ট্রাকটি জব্দ করতে পারলেও পালিয়ে যায় ড্রাইভার।
ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. মখলেছুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। এদিকে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন খবর পেয়ে বোড়াই গ্রামের আব্দুল খালেকের বাড়িতে যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।