কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলায় এক কিশোরীকে (১৪) শ্লীলতাহানির চেষ্টা করে চার যুবক। এ ঘটনায় সুজন ওরফে সুমন খন্দকার নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে কাশিপুর গ্রামের সরওয়ার হোসেনের ছেলে সুজন ওরয়ে সুমন খন্দকার, জাদু হোসেন, মধুগঞ্জ বাজার এলাকার ইয়াসিন আরাফাত ও নাজমুল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাতে মেলায় ঘুরতে যায় ওই কিশোরী। এসময় কিশোরীর সাথে মেলার মাঠের বাইরে নিয়ে জোরপূর্বক কথা বলার চেষ্টা করে চার যুবক। এসময় কিশোরীর শরীরের জামা-কাপড় টানা হেচড়া করে এবং হাত ধরে টানতে থাকে তারা।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ১৪ বছরের কিশোরীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার এক নম্বর আসামি সুজনকে গ্রেফতার করেছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।