কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গোচিয়ারপাড়ার জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর গোচিয়ারপাড়ায় এ ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু। কমিটির সভাপতি হাজি জয়নাল আবেদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা অব. সার্জেন্ট সাইদুর রহমান, আব্দুল মালেক, আব্দুল্লাহ, সুজাত আলী, আনোয়ার হোসেন, শরিফ, আলী তরফদার, জাহাঙ্গীর, মনির, মন্টু, দাউদ, এরশাদ, আশাবুল, আবুল কালাম, আজাদ শেখ প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মুক্তি আবু সাদেক।