দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন কৃষকলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, অ্যাড. নুরুল ইসলাম, মুনতাজ হোসেন, জিয়াউল হক, তমছের আলী, আব্দুল হামিদ মাস্টার, সাইফুল ইসলাম, আরিফ হোসেন ও সাজেদুর রহমান মিঠু। অনুষ্ঠান শেষে সর্বসম্মতি ক্রমে আয়ুব আলী সভাপতি ও নোয়াজ্জেস আলীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু মাস্টার।