আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার নান্দবার বাবুপাড়ায় দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ১১তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে আলমডাঙ্গার নান্দবার বাবুপাড়ায় সাবজনীন দুর্গা মন্দিরের আঙ্গিনায় নামযজ্ঞ উদ্দীপনা কমিটির আয়োজনে এ মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাম শুধু পরিবেশনায় করে দেবী দুর্গা সম্প্রদায় মাদারীপুর, শ্রী শ্রী মা শংকরী সম্প্রদায় ফরিদপুর, শুভা শ্রী সম্প্রদায় বরিশাল, কৃষ্ণ গোপাল সম্প্রদায় ঝিনাইদহ, নব গিরিধারী সম্প্রদায় মাগুরা এবং মা দুর্গা সম্প্রদায় স্বাগতিক। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চির কুমার সাহা কনক। এসময় উপস্থিত ছিলেন নান্দবার বাবুপাড়া সাবজনীন দুর্গা মন্দিরের সভাপতি সিরি সঞ্জিত কুমার, সাধারণ সম্পাদক শ্রী উত্তম কর্মকার, শ্রী সন্তোষ রাজবংশী, মিলন কুমার সাহা, উৎপল কর্মকার, পলাশ, অয়ন, বিজয়, বিশ্বজিৎ, স্বপন, স্মরণ, সঞ্জিত, বিশাল, তাপস কর্মকার, কৃষ্ণ, সজীব সাহা, বিশুসাহা নীল কমল সাহা, রিপন সাহাসহ ভক্তবৃন্দ।