স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ এর কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা পুরুষ দল জয়লাভ করেছে। খুলনা বিভাগীয় পর্বের প্রথম রাউন্ডের খেলায় মেহেরপুর পুরুষ দলকে ৫১-৩৩ পয়েন্টে পরাজিত করে চুয়াডাঙ্গা পুরুষ দল। গতকাল শনিবার বেলা ১১টায় যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট (যশোর ঈদগাহ ময়দান) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চুয়াডাঙ্গা দলের শেখ নাজিবুল ইসলাম। চুয়াডাঙ্গা পুরুষ দলের হয়ে খেলায় অংশগ্রহণ করেন শেখ নাজিদুল ইসলাম, মো. ফারুক, জহিরুল ইসলাম, আনারুল, সম্রাট, শাকিল, আল আমিন, সুমন, দেলোয়ার, মাহমুদুর, আসমান ও হুসাইন। এদিকে চুয়াডাঙ্গা নারী দল তাদের দ্বিতীয় খেলায় ওয়াক আউট পেয়েছে। মেহেরপুর নারী দল অনুপুস্থিত থাকায় চুয়াডাঙ্গা নারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা কাবাডি দলের কোচের দায়িত্বে ছিলেন মোহা. হাফিজুর রহমান ও ম্যানেজার হিসেবে ছিলেন রাসেল তালুকদার।