ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধ ইঞ্জিনচালিত যান লাটাহাম্বার চাপায় শওকত জোয়ার্দ্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানহাট সংলগ্ন রাস্তার ওপর এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ইখতিয়ার উদ্দিন জানান, তার চাচা সাইকেল চালিয়ে পান বিক্রির জন্য ভবানীপুর পানহাটে যাচ্ছিলেন। ওই সময় সামনে থেকে আসা অপর একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুতগতির একটি লাটাহাম্বা (ইটভাটার মাটি ও বালু টানার জন্য স্থানীয়ভাবে তৈরি অবৈধ ইঞ্জিনচালিত যান) গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হরিণাকু-ু থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।