জীবননগর ব্যুরো: জীবননগর কাশিপুরের মিনাজুল ইসলাম ওরফে জান্টুকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার গয়েশপুর-ধোপাখালী সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জান্টুকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের বাবুপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মাদকব্যবসায়ী জান্টু সীমান্ত হতে ফেনসিডিল নিয়ে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে জীননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এএসআই কামরুজ্জামান, এএসআই মিজানুর রহমান পিএসআই সিহাব সঙ্গীয় ফোর্সসহ ওত পেতে বসে থাকেন গয়েশপুর ধোপাখালী সড়কে। এসময় মাদকব্যবসায়ী মিনাজুল ইসলাম ওরফে জান্টুকে আটক করা হয়। একই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ বোতল ফেনসিডিল।