মেহেরপুর অফিস: ‘এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে লালন স্মরণোৎসব, পরিচিতি পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফিনফুট কমিউনিটি সেন্টারে মেহেরপুর জেলা লালন সঙ্গীত একাডেমি গবেষণা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা লালন সঙ্গীত একাডেমি ও গবেষণা পরিষদের সভাপতি হেলাল উদ্দিন হিলু। জেলা লালন সঙ্গীত একাডেমি ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা ভাইস প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান খান, সহসভাপতি ড. গাজী রহমান, আনিসুর রহমান মাস্টার, যুগ্মসাধারণ সম্পাদক এসএম রাসেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। এর আগে মেহেরপুর জেলা লালন সঙ্গীত একাডেমি ও গবেষণা পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে লালন স্মরণোৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।