স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ১৫০ শয্যা কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও তা সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবীর স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, গত ১০ মার্চ চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৪ মার্চ শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নবনির্মিত ১৫০ শয্যা ভবনে কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু নতুন বিল্ডিঙে বিদ্যুত সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়ায় তা মেরামত করার জন্য এক সপ্তাহ সময়ের প্রয়োজন। বিদ্যুত সঞ্চালন লাইন মেরামতের পর পরবর্তী মিটিঙে নতুন তারিখ ঘোষণার মাধ্যমে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হবে।