জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র কর্তৃক আয়োজিত ডাচ-বাংলা ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ডকে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি তারা ঘরে তোলে। গতকাল বৃহস্পতিবার রাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, সাংবাদিক মুন্সী খোকন, আব্দুস সবুর ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের দলনেতা আবু বকরসহ সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।