কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া এলাকার কাবিল হোসেনের ছেলে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, সকালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চাল বোঝাই ট্রাকের চালক সুজনের মৃত্যু হয়। সার বোঝাই ট্রাকের চালক পান্না হোসেন ও সহকারী রানা আহমেদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।