মেহেরপুর অফিস: মেহেরপুরে এফসিবি মিনি ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার চাঁদবিল একাদশ চাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে চাঁদবিল একাদশ ২-১ গোলে সদর উপজেলার রাইপুর জাগরণী ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও দু দল গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে চাঁদবিল একাদশ ২-১ গোলে জয়ী হয়। চাম্পিয়ন দলের বাবু ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান রানারআপ রাইপুর জাগরণী ক্লাবের শামীম। খেলা শেষে বিজয়ী দল চাঁদবিল একাদশকে একটি ছাগল ও রানারআপ দল জাগরণী ক্লাবকে একটি রাজহাঁস দেয়া হয়। জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।