চুয়াডাঙ্গায় ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নে স্টিকার ও লিফলেট বিতরণ

আমাদের শহর পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নে স্টিকার ও লিফলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে জেলা শহরের শহীদ হাসান চত্বর ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো বিতরণ করেন তিনি। এসময় ব্যবসায়ী ও উপস্থিত সকলের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের শহর পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। মুজিববর্ষে আমরা পরিষ্কার রাখতে চায় প্রতিটি শহর এবং গ্রাম। এ জন্য ইতোমধ্যে আমরা সব জায়গায় বিভিন্ন সভা, সেমিনার, মাইকিংয়ের মাধ্যমে সবাইকে অবগত করেছি। এখন আমরা রুট লেভেলে বের হয়েছি, সকলকে বোঝাচ্ছি যে, নিজের আঙিনা, চারপাশ নিজেরই পরিষ্কার রাখতে হবে। শুধু পরিচ্ছন্ন কর্মীদের পক্ষে পরিষ্কার রাখা সম্ভব না। প্রতিদিনের ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। আর ওই স্থান থেকে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ময়লা নিয়ে ভাগাড়ে ফেলবে তাহলেই শহর পরিষ্কার হবে। আর যারা বিষয়টি অগ্রাহ্য করবে, আমরা বারবার এসে যদি দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে’। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন, সাধারণ ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর আবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল প্রমুখ।