মাথাভাঙ্গা মনিটর: ক্লাব বিশ্বকাপের আসরে আরও একবার হতাশ হতে হলো রোনালদিনহোকে। ২০০৬ সালে বার্সেলোনার জার্সি গায়ে ফাইনাল পর্যন্ত গেলেও শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি এ ব্রাজিলিয়ান তারকার। এবার নিজ দেশের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে ফাইনাল পর্যন্তও যেতে পারলেন না ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। মরক্কোর ক্লাব রাজা ক্যাসাবাঙ্কার কাছে ৩-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোনালদিনহোর দলকে। ১৫ বছরের পেশাদারি ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন রোনালদিনহো। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়েরও অন্যতম প্রধান নায়ক ছিলেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। অধরা ছিলো শুধু ক্লাব বিশ্বকাপের শিরোপাটাই। এবারই হয়তো শেষ সুযোগটা এসেছিলো রোনালদিনহোর সামনে। গতকাল প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও ফ্রি-কিক থেকে চমত্কার একটি গোল করে দলকে খেলায় ফিরিয়েছিলেন। কিন্তু একেবারে শেষ মুহুর্তের দু গোল হতাশায় ডুবিয়েছে রোনালদিনহোকে।