মেহেরপুরে এসএমই মেলা উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন–
মেহেরপুর অফিস ঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশ একাত্তরের পরাজিত শক্তি হাতে পড়ে যায়। মুক্তিযুদ্ধের চেতনা পদদলিত হতে থাকে। ২০০১ সালে আবারও জামায়াত বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ দূর্নীতিতে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়। দেশ পরিনত হয় জঙ্গীবাদের রাষ্ট্রে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের জেলা প্রশাসন কার্যালয়ে চত্ত্বরে সাত দিনব্যাপী এস.এম.ই মেলার উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ওই সময়ে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা বিদ্যুত পাওয়া যেতনা। সার-তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। অথচ আওয়ামী লীগ সরকার সেই জায়গা থেকে দেশকে বের করে এনেছেন। দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। ইতোমধ্যে আমরা নিন্ম-মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। এখন প্রধান লক্ষ্য দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করা। শিশু মৃত্যুর হার কমানো ও গড় আয়ু বাড়ানোর লক্ষ্যে এখন কাজ করছে সরকার।
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউল ইসলাম সরদার ও জেলা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ। এ সময় সেখানে বক্তব্য রাখেন এস.এম.ই ফাউন্ডেশনের সহকারি ব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ। মেলায় ২৮ টি স্টলে দেশীয় তৈরি পণ্য বিক্রি করছেন উদ্যেক্তরা। অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি সহ অতিথিরা মেলার স্টল ঘুরেঘুরে দেখেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতা আগামী ৪ঠা মার্চ/২০২০ পর্যন্ত এ মেলা চলবে।
এদিকে এসএমই মেলা উপলক্ষে এদিন বিকেলে জেলা তথ্য অফিসের শিল্পিদের সমন্বয়ে সেখানে জারি গান ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিনিয়র সহকারি কমিশনার এমএম আরাফাত হোসেন, সহকারি কমিশনার মিথিলা দাস, মাহমুদুল হাসান প্রমুখ।
এদিকে এদিন বিকেলে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপিকে গনসংবর্ধনা দেওয়া হয়। উপজেলার বল্লভপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা প্রদান ও ঐতিহাসিক জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মধু বিশ্বাস। ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত নেতা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এসময় সেখানে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারন সম্পাদক আলহাজ আমাম হোসেন মিলু চেয়ারম্যান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৈধুরী, যুগ্নসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লভ ভট্রাচার্জ, যুগ্ম আহ্বায়ক নিপ্পন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব, সাধারন সম্পাদক শাহ আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারন সম্পাদক শেখ সাকিব, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, জেলা তাঁতি লীগের আহবায়ক নুর ইসলাম সুবাদ, উপজেলা আহবায়ক প্রবীর শেখ, কৃষকলীগের সভাপতি নজরুল মন্ডল, যুব মহিলালীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদিকা তহমিনা খাতুনসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। এর আগে নেতা-কর্মীরা প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।