মাথাভাঙ্গা মনিটর: সফরকারী ভারতের প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাবে জোহানেসবর্গ টেস্টে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত তারা ১ উইকেটে ১১৮ রান করে চালকের আসনেই আছে। অধিনায়ক গ্রায়েম স্মিথ ৬২ ও হাশিম আমলা ৩০ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় উইকেটে তারা ৮১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। এর আগে ওপেনার আলভিরো পিটারসেন স্মিথের সাথে ৩৭ রানর জুটি গড়ে ব্যক্তিগত ২১ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন। দক্ষিণ আফ্রিকা সফরকারী ভারতের চেয়ে তখন পর্যন্ত ১৬২ রানে পিছিয়ে আছে। হতে আছে ৯ উইকেটে।
এর আগে বিরাট কোহলির সেঞ্চুরি ৫ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। কিন্তু দিনের শুরুতেই আফ্রিকার দু পেসার ভারনন ফিল্যান্ডর ও মরনে মরকেলের বোলিঙে দিশেহারা হয়ে পড়ে তারা। আগের দিনের সাথে মাত্র ২৫ রান যোগ করতেই বাকি পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ভারতের শেষের তিনজন ব্যাটসম্যান কোনো রান না করেই প্যাভিলিয়ানে ফেরেন। আগের দিনে ১৭ রানে অপরাজিত ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনি মাত্র ২ রান যোগ করে ১৯ রানে ফেরেন মরকেলের বলে। আর ৪৩ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে চার রান যোগের পর ফিল্যান্ডারের বলে ফেরেন ৪৭ রান করে।