স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন তাকে হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. তছিরুল আলম মালিক গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ায় নিজবাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সদর হাসপাতালের চিকিৎসক আবুল হোসেন তার চিকিৎসা দিচ্ছেন। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত: অ্যাড. তছিরুল আলম আলম ডিউক গত নভেম্বর মাসে অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে রাজধানী ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। বর্তমানে নিজবাড়িতে অবস্থান করছেন তিনি।