জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ-উজ-জামান সিজার, সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ^াস মিল্টু ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু জেলা ছাত্রদলের লেটার প্যাডে ২১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে গতকাল তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম পোস্ট করা হয়। ঘোষিত কমিটির মধ্যে পৌর কমিটির ১নং যুগ্মআহ্বায়ক আব্দুল আনিছ নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
জীবননগর উপজেলা যুবদলের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। ১নং যুগ্মআহ্বায়ক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম। যুগ্মআহ্বায়ক পদে নির্বাচিত অন্যরা হচ্ছেন আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, সাইদুর রহমান রানা, সিরাজুল ইসলাম, জাকির হোসেন শামীম, রহমতুল্লাহ খোকন, ঈদবারী, শমসের, আবু সামা টোকন ও বাবু। পৌর যুবদলের ১২ সদস্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন পৌর কাউন্সিলর হযরত আলী। ১নং যুগ্মআহ্বায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল আনিছ। ১০জন যুগ্মআহ্বায়ক হচ্ছেন যথাক্রমে আনোয়ার হোসেন, মো. মনির, মো. মিঠু, আক্তার হোসেন, মতিয়ার রহমান, আব্দুল আলিম, আজমত আলী, ইউনূছ আলী, বকুল ও হাসানুজ্জামান হাসান। ঘোষিত পৌর কমিটির ১নং যুগ্মআহ্বায়ক আব্দুল আনিছ নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি।