মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাশিরা পলি। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও মেহেরপুর যুবমহিলা লীগের প্রতিষ্ঠাতা সৈয়দা মোনালিসা ইসলাম।
জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা ম-লের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা বেগম, সদর উপজেলা সভানেত্রী লতিফুন্নেছা লতা, সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, সম্পাদিকা তহমিনা খাতুন, শহর সভানেত্রী রোকসানা কামাল প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী অর্জুনা খাতুন, শাহিনা খাতুন, মরিয়ম খাতুন, মোমেনা খাতুন, মনিরা খাতুন, নুরুন্নাহারসহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ।