মানুষের কল্যাণে কাজ করে যাবো নিরন্তর
দর্শনা অফিস: এলাকার মানুষের উন্নত চিকিৎসার লক্ষ্যে কাজ করছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। ভারতীয় চিকিৎসা শেষে রোগীরা দেশে ফিরে যেন হয়রানি পোয়াতে না হয় সে লক্ষ্যে দর্শনায় ফ্রি টেলি মেডিসিন ক্যাম্পের উদ্বোধনের মধ্যদিয়ে এলাকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন প্রতিশ্রুতিশীল জননন্দিত জননেতা এমপি আলী আজগার টগর। ইতোমধ্যেই কয়েকবার ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের সফল আয়োজনে ব্যাপক প্রসংশিত হয়েছেন তিনি। যদিও ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হবে প্রতিবছরই। ভারতের রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরে কোনো রোগীকে যেন হয়রানি না হতে হয়। কিংবা পয়সার অভাবে চিকিৎসা ব্যাহত না হয়; সে লক্ষ্যে তিনি ফ্রি টেলি মেডিসিন সেবার ব্যবস্থা করলেন দর্শনায়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব, বিশিষ্ট সমাজ সংগঠক গোলাম ফারুক আরিফের সার্বিক তত্ত্বাবধানে দর্শনা রুস্তম আলী সুপার মার্কেটের ২য় তলায় গোলাম ফারুক আরিফের অফিস কার্যালয়ে ফ্রি টেলি মেডিসিন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মানুষের সেবা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, অর্থাভাবে যারা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত, তাদের কথা ভেবেই এ ধরনের ব্যবস্থা করা হলো। প্রতি বছরই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ইন্দো-বাংলা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার গরিব, দুঃখী, অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়ে সেবা করে যাবো। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি অন্যতম মৌলিক অধিকার। এ কথা ভেবেই এলাকার অসহায় মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থাকে ধরে রাখতে সকলের আন্তরিক মনোভাব ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে। শেখ হাসিনা সরকার গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আসছে। নির্বাচনী এলাকার মানুষের হৃদয় নিঙড়ানো ভালোবাসা পেয়েছিলাম বলেই, আপনাদের সেবা করার সুযোগ হয়েছে। যতোদিন বেঁচে থাকবো, দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাবো নিরন্তর। তিনি আরও বলেন, ভারতের রুবি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে যেকোনো সমস্যার সমাধানের জন্য এ ফ্রি টেলি মেডিসিন সেবা কেন্দ্রের মাধ্যমে সমাধান সম্ভব হবে। বাড়তি পয়সা ও সময় ব্যয় করে ভারতে যেতে হবে না। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর মেয়র, পৌর আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, ফ্রি টেলি মেডিসিন সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোলাম ফারুক আরিফ, কেরুজ চিনিকলের উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহবুদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, জেলা যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টো প্রমুখ। ভারতের রুবি হাসপাতালের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ডা. কমল কুমার দত্তের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দর্শনা ফ্রি টেলি মেডিসিন সেবা কেন্দ্রের উদ্বোধন করেছেন এমপি আলী আজগার টগর। রুবি হাসপাতালের চেয়ারম্যান ডা. কমল কুমার দত্তের সাথে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর কল্যাণ ফাল্গুনে চক্রবর্তী, জেনারেল ম্যানেজার অপরেশন সুভাশিষ দত্ত, পরিচালক (অর্থ) অরিন্দম শামন্ত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. কুমার দীপ ব্যানার্জি, উপব্যবস্থাপক মার্কেটিং জন মোহাম্মদ ম-ল প্রমুখ। ভিডিও কনফারেন্সে ডা. কমল কুমার দত্ত বলেন, বাংলাদেশের রোগীকে সর্বাত্মক সেবা দেয়ার আন্তরিক মনোভাব থাকবে আমার হাসপাতালে প্রতিটি স্টাফের। কোনো রোগী আমাদের কারো দ্বারা কোনো প্রকার হয়রানি হবে না এ কথা নিশ্চিতভাবে বলতে পারি।