কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের ভাগজোক কাস্টমস মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পাঁচিলে ধাক্কা লেগে চালক আলাল (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শহিদ (২৫) নামের আরও এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোক কাস্টমস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাল উপজেলার মহিষকু-ি ডাকপাড়া এলাকার দুলালের ছেলে এবং আহত শহিদ ভাগজোত কাস্টমস মোড় এলাকার সাহেব আলীর ছেলে।
রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ ম-ল জানান, আলাল মোটরসাইকেলের পেছনে বসিয়ে শহিদকে নিয়ে দ্রুত গতিতে দৌলতপুরের মুন্সিগঞ্জ সীমান্ত থেকে মহিষকু-ি যাওয়ার পথে কাস্টমস মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির পাঁচিলে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক আলাল ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত শহিদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে।
আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য এই নিয়ে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় ৫জন নিহত হলো। এর মধ্যে তিনজন মোটরসাইকেল আরোহী এবং দুজন স্যালোইঞ্জিন চালিত ট্রলির চালক ও সহকারী (হেলপার)।