হারুন রাজু: দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত। সুশিক্ষায় সমাজ, জাতি তথা দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে। এবার কোনো এনজিও সংস্থা ও বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এ রকম মহতী চিন্তাধারা নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক মেধাবী ছাত্র। এলাকার ঝরেপড়া ছেলে-মেয়েদের নিয়ে দামুড়হুদার জয়রামপুর বারুইপাড়ায় গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। নামকরণ করেছেন সালেহা খাতুন (এসকে) মহাশিক্ষা পাঠশালা। দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর বারুইপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে এম কাবিল উদ্দিন সালেহী ২০১০ সালের জুন মাসে গ্রামের হতদরিদ্র পরিবারের ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠা করেন এসকে মহাশিক্ষা পাঠশালা। শুরুতেই ওই পাঠশালায় মাত্র ৬ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় একশ ছুঁয়েছে। পাঠশালাটি পরিচালনার জন্য ইতিমধ্যেই গঠন করা হয়েছে কমিটি। এ পাঠশালায় এলাকায় শিক্ষিত যুবকরা শিক্ষাদান করছেন বিনাশ্রমে। বিদ্যালয়ে শিক্ষার মানে খুশি সচেতন শিক্ষানুরাগীমহল। খোলা আকাশের নিচেই দেয়া হয়ে থাকে শিক্ষা দান। তবুও দিনদিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। মহাশিক্ষা পাঠশালাটির জন্য এখনো নির্ধারণ করা হয়নি কোনো স্থান। যখন যেখানে সুযোগ মেলে সেখানেই দেয়া হয়ে থাকে শিক্ষাদান। ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাঠশালাটি যাতে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে সেদিকে সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী, সমাজসেবক সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত বলেই মন্তব্য করেছে সচেতন মহল।